💯যখন সন্তান ভূমিষ্ঠ হবে তার কানে আযান ও ইকামাত বলা মুস্তাহাব। ডান কানে চারবার আযান এবং বাম কানে তিনবার ইকামাত বলা উত্তম।কিন্তু মনে রাখবেন নামাজ ইত্যাদির জন্য আযান ও ইকামতে যেভাবে , حی علی الصلاۃ বলার সময় ডান দিকে মুখ করে। এবং حی علی الفلاح বলার সময় বাম দিয়ে মুখ করে।ঠিক শিশুর কানে আযান ও ইকামাত দেওয়ার সময় মুখ ফিরানোর একই হুকুম।। 🥰
💯 বাহারে শরীয়তে বর্নিত আছে: "যখন কোন শিশু জন্মগ্রহণ করে, তখন তার কানে আযান ও ইকামাত বলা বাঞ্ছনীয়।" আযান দিলে রোগব্যাধি দূর হবে, ان شاء اللہ। ডান কানে চারবার আযান এবং বাম কানে তিনবার ইকামাত বলা উত্তম। (বাহারে শরিয়ত,খন্ড ৩,অংশ ১৫,)🥰
💯আরো বর্নিত আছে: "حی علی الصلاۃ ডানে মুখ করে এবং حی علی الفلاح বামে মুখ করে বলতে হবে, যদিও তা নামাযের জন্য না হয়, যেমন শিশুর কানে আযান দেওয়া বা অন্য কিছুর জন্য। এই ফিরানোটা শুধুমাত্র মুখের জন্য, পুরো শরীর দিয়ে নড়াচড়া করবেন না। (বাহারে শরীয়ত, ১ম খন্ড, পৃষ্ঠা ৪৬৯, মাকতাব আল মদীনা করাচি)🥰
0 মন্তব্যসমূহ