সাহাবী হযরত জাবের বিন সামুরা رضى الله تعالى عنه বলেন— একবার আমি হুযুর ﷺ'কে চাঁদনী রাতে দেখলাম, তখন আমি একবার চাঁদের দিকে দেখছিলাম একবার হুজুর ﷺ'র নূরানী চেহারা মুবারকের দিকে দেখছিলাম, আমার চোখে চাঁদের চেয়েও অধিকতর হুজুর ﷺ'র চেহারা মুবারক সুন্দর দেখাচ্ছিলো। سبحان الله
—শামায়েলে তিরমিযী
আল্লাহ শপত আমার রাসুলে র ﷺ মতো কেউ নেই🥺🥹
0 মন্তব্যসমূহ