Ads

মানুষ কিসের তৈরি?

হযরত আদম (আঃ) ব্যতীত অন্য কোন মানুষ সরাসরি মাটির তৈরী বলা পবিত্র কোরআন বিরোধী। কেননা মহান আল্লাহ তা'আলা মানুষকে পাঁচভাবে সৃষ্টি করেছেন। ১. হযরত আদম (আঃ) সরাসরি মাটির তৈরী। ২. হযরত হাওয়া (আঃ) হযরত আদমের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি। ৩. হযরত ঈসা (আঃ) সরাসরি রুহ থেকেই সৃষ্টি। ৪. বনী আদম সবাই যার যার পিতা-মাতার নুতফা থেকে সৃষ্টি। ৫. প্রিয় নবীজি (দঃ) নূরে মুহাম্মাদী থেকে সৃষ্টি। বনী আদম সবাই যার যার পিতা-মাতার নুতফা থেকে সৃষ্টি এই মর্মে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত উল্লেখ করছি- 📖১. وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا অর্থাৎ, তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে। (সূরা ফুরকান: ৫৪) 📖২. خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ অর্থাৎ, মানুষকে সৃষ্টি করা হয়েছে স্ববেগে নির্গত পানি হতে। (সূরা ত্বারেক: ৬) 📖৩. إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا অর্থাৎ, মানুষকে মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, তাকে পরীক্ষা করার জন্য শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছি। (সূরা ইনসান: ২) 📖৪. أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ অর্থাৎ, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? 📖৫. وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِن طِينٍ، ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِن سُلَالَةٍ مِّن مَّاءٍ مَّهِينٍ অর্থাৎ, মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন অতঃপর পানির নির্যাস হতে তাঁর বংশ বিস্তার করেছেন। (সূরা সাজদা: ৬-৭) 📖৬. أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ অর্থাৎ, মানুষ কিভাবে না তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি ফলে সে বিতর্ককারী হয়। (সূরা ইয়াসিন: ৭৭) 📖৭. مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ، مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ অর্থাৎ, কোথা হতে তাকে সৃষ্টি করলেন? শুক্রবিন্দু হতেই সৃষ্টি করে পরিণত করলেন। (সূরা আবাসা: ১৮-১৯) 📖৮. خَلَقَ الْإِنسَانَ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ অর্থাৎ, আমি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, ফলে এতদসত্ত্বেও সে প্রকাশ্যে বিতন্ডাকারী হয়ে গেছে। (সূরা নাহল: ৪) 📖৯. خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ অর্থাৎ, আমি মানুষকে রক্তবিন্দু হতে সৃষ্টি করেছি। (সূরা আলাক্ব: ২) 📖১০. أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ অর্থাৎ, সে (মানুষ) কি স্থলিত শুক্রবিন্দু ছিল না? (সূরা কিয়ামা: ৩৭) 📖১১. وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ، مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ অর্থাৎ, তিনি নারী পুরুষের জোড়া সৃষ্টি করেছেন স্থলিত শুক্রবিন্দু থেকে। (সূরা নজম: ৪৫-৪৬) ✅পবিত্র কোরআনের এই ১১টি আয়াত থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়, হযরত আদম আঃ ব্যতীত বনী আদমের আর কোন মানুষ সরাসরি মাটি তৈরি নয়। আর সহীহ্ হাদিসে আছে- كنت أوّل النّاس في الخلق অর্থাৎ, সৃষ্টি জগতে আমি প্রথম মানুষ ছিলাম। (তাবকাতুল কুবরা, আল-কামিল) সুতরাং হযরত আদম আঃ সৃষ্টির বহু পূর্বেই প্রিয় নবীজি (দঃ) নূরের মানুষ ছিলেন। 👉অতএব, যারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফের মাটির তৈরী মনে করে তারা পবিত্র কোরআন বিরোধী। ✍️আহকার- মুফ্তী মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী, নারায়ণগঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ