Ads

হযরত আলী রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন

হযরত আলী রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন, ঐ সত্ত্বার শপথ!যিনি বীজ উৎপন্ন করেছেন ও প্রাণী কূল সৃষ্টি করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওয়াদা দিয়েছেন যে,আমার সাথে শুধুমাত্র মু'মিনরাই ভালোবাসা রাখবে।আর শুধু মুনাফিকরা আমার সাথে শত্রুতা পোষণ করবে। (সহীহ মুসলিম, ১:৬০) হযরত আলী শেরে খোদা রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন-হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন-হে আলী! আমি সেই প্রভুর শপথ করতেছি,যিনি সৃষ্টিকূলকে সৃষ্টি করেছেন।শুধুমাত্র মুমিনরা ছাড়া অন্য কেউ তোমাকে মুহাব্বত করতে পারে না।আর শুধু মুনাফিক ছাড়া অন্য কেউ তোমার সাথে শত্রুতা পোষণ করতে পারে না। উম্মুল মুমেনীন হযরত উম্মে সালমা রাদিআল্লাহু তাআ'লা আনহা বর্ণনা করেছেন -হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতেন যে,কোন মুনাফিক আলী (রা:) কে মুহাব্বত করতে পারে না।আর কোন মুমিন আলী (রা:) এর সাথে শত্রুতা-বিদ্বেষ রাখতে পারে না। (তিরমিজী,২:২১৩)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ