Ads

খাসী কোরববানী প্রসঙ্গে

📢খাসী কোরবানী প্রসঙ্গে📢 (আমার এই পোষ্টটি কারো বিরোদ্ধে নয় বরং যারা খাসী কোরবানী করেন তাদের জানা ও প্রশান্তির জন্য) খাসী বলতে বুঝায় যে পশুর অন্ডকোষ বিচ্ছিন্ন করা হয়েছে। যেমন ইমাম আহমদ ইবনু হাম্বল রহ. বলেছেন- قال احمد وقوله: موجوءين اراد به منزوعي الخصيتين. অর্থাৎ, ইমাম আহমদ বলেছেন: موجوءين দ্বারা উদ্দেশ্য হল অন্ডকোষ অপসারিত করা দুইটি খাসী। (বায়হাক্বী: মারেফাতুস সুনান ওয়াল আসার, হা/১৮৯৩৮) ইমাম বদরুদ্দীন আইনী হানাফী রহ. বলেছেন- ويجوز أن يضحي بالخصي وهو منزوع الخصيتين অর্থাৎ, খাসী দ্বারা কোরবানী করা জায়েয আর ইহা হল অন্ডকোষ অপসারিত দুইটি খাসী। (আইনী: আল-বেনায়া, ১১/৪৪) তাজুল আরুস লুগাতে আছে- الخصي فاذا هو مجبوب أي مقطوع الذكر খাসী: যখন পশুকে অন্ডকোষ অপসারিত করা হয়। মুজামুল লুগাতিল আরাবিয়ার মধ্যে আছে- مخصي الذي سلت خصيتاه أو نزعتا অর্থাৎ, যে পশুর অন্ডকোষ অপসারিত বা সরানো হয়েছে। সুতরাং যে পশুর অন্ডকোষ অপসারিত করা হয়েছে সে পশুকে খাসী বলা হয়। স্বয়ং রাসূলে আকরাম দঃ খাসীকৃত বকরা দ্বারা কোরবানী করেছেন। এ বিষয়ে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। যেমন- عن أبي رافع قال ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين موجيين خصيين হযরত আবু রাফে (রাঃ) বলেন, রাসূলে পাক (দঃ) দুইটি মোটা তাজা খাসীকৃত বকরা কোরবানী করেছেন। (মুসনাদে আহমদ, হা/২৩৮৬০; হায়ছামী: মাজমাউয জাওয়াইদ, হা/৫৯৬৬) 📖ইমাম হায়ছামী ও ইমাম ইবনে মুলাক্কিন রহ. হাদিসটিকে حسن হাছান বলেছেন। এ বিষয়ে আরেকটি হাদিসে আছে, روى أبو داود وابن ماجه عن جابر: ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أقرنين أملحين موجوءين. -"ইমাম আবু দাউদ, ইবনু মাজাহ রহ. হযরত জাবের রাদ্বি. থেকে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর রাসূল দঃ মোটাতাজা শিংযুক্ত দুইটি খাসীকৃত বকরা কোরবানী করেছেন। 📖এ বিষয়ে আরেকটি হাদিসে বর্ণিত আছে, روى أبو سلمة عن عائشة رضي الله عنها أو عن أبي هريرة رضي الله عنه‏:‏ أنّ رسول اللّه صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحّي اشترى كبشين عظيمين سمينين أقرنين أملحين موجوءين -"আবু সালামা হযরত আয়েশা রাদ্বি. অথবা হযরত আবু হুরায়রা রাদ্বি. থেকে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর রাসূল দঃ যখন কোরবানীর ইচ্ছা করতেন, তখন মোটাতাজা শিংযুক্ত দুইটি খাসীকৃত বকরা সংগ্রহ করতেন..। (ইবনু মাজাহ) 📖এ বিষয়ে আরেকটি হাদিসে বর্ণিত আছে- وعن أبي الدرداء - رضي الله عنه - قال: ضحى رسول الله - صلى الله عليه وسلم - بكبشين جذعين خصيين. رواه أحمد والطبراني -"হযরত আবু দারদা রাদ্বি. হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল দঃ দুইটি মোটাতাজা খাসীকৃত বকরা কোরবানী করেছেন।" (মুসনাদু আহমদ, তাবারানী) অনুরুপ হযরত আনাস (রাঃ) সহ সর্বমোট ৬ জন সাহাবী থেকে খাসী কোরবানীর ব্যাপারে হাদিস বর্ণিত আছে। (সুবহানাল্লাহ) 📖আমাদের মাজহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদ্বি. থেকে বর্ণিত আছে, নিশ্চয় তাকে খাসী কোরবানীর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: هو أولى لان لحمه أطيب এমন পশু দ্বারা কোরবানী করা সর্বোত্তম, কেননা খাসীর গোস্ত অধিক উত্তম ও উপকারী। (বাদাউছ সানাঈ, ৪/২২৩, জাওহারাতুন নাইয়ারা, ২/৪৫৫; ফাতওয়ায়ে বাহরুর রায়েক, ৯/৩২৩) 📖ইমাম আবু হানিফা (রাঃ) এর ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাছান (রঃ) বলেন, الخصي من الأضحية يجزئ منه الفحل، অর্থাৎ, কোরবানীর বেলায় পাঠা যেমন জায়েয তেমনি খাসী কোরবানীও জায়েয। (মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ২৮০ পৃঃ) 📖ইমাম কাজীখান (রঃ) বলেন, والانثى من الابل افضل من الذكر من المغر افضل وكذا الذكر من الضان اذا كان موجوبا اى خصيا. কোরবানীর বেলায় পাঠা থেকে গাভী ও উষ্ট্রী উত্তম, আর পাঠা, গাভী ও উষ্ট্রী থেকে খাসী আরো উত্তম। (ফাতওয়ায়ে কাজীখান, ৪র্থ জিল্দ, ৩৩১ পৃঃ) 📖ফতোয়ায়ে আলমগিরীতে আছে, والخصي افضل من الفحل; لانه أطيب لحما كذا في المحيط. অর্থাৎ, খাসী কোরবানী করা পাঠা কোরবানীর চেয়ে উত্তম, কেননা ইহার গোস্ত অধিক সুস্বাদু। (ফাতওয়ায়ে আলমগিরী, ৫/৩৭০) 📖আলা হযরত আহমদ রেজা খাঁন ফাজেলে বেরলভী (রঃ) বলেন, "খাসী কি কোরবানী আফজাল হায় আওর উছমে সওয়াব যিয়াদা হায়" অর্থাৎ খাসি কোরবানী উত্তম এবং এতে সওয়াব বেশী। (ফাতওয়ায়ে রেজবিয়া, ৮/৪৪২) والجمهور من العلماء وجماعتهم علي أنه لا بأس أن يضحي بالخصي واستحسنه بعضهم. অর্থাৎ, জমহুর উলামাগণ একমত যে, খাসী কোরবানী করা জায়েয ও উত্তম। (তাফছিরে কুরতুবী, ৫/৩৪১) এছাড়াও কুদূরী, হেদায়া, ফাতহুল কাদির, মেরকাত, বেনায়া, নাছবুর রায়া, মুহিতুল বুরহানী, আল মুহিত, ফাতহুল বারী, বাহারে শরিয়ত, আওনুল মাবুদ, আশিয়াতুল লুময়াত সহ প্রায় অর্ধশত কিতাবে খাসী কোরবানী জায়েয হওয়ার ব্যাপারে দলিল বিদ্যমান রয়েছে। অতএব, হানাফী মাজহাব মোতাবেক প্রত্যেক মুসলমানের জন্য খাসী কোরবানী করা জায়েয ও উত্তম, কেননা প্রিয় নবীজি (দঃ) খাসী কোরবানী করেছেন এই মর্মে ৬ জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। আল্লাহ পাক আমাদের ছহীহ্ আমল করার তৌফিক দেন, আমিন। ✍️অধমঃ মুফতী মুহাম্মদ আলাউদ্দিন জেহাদী খাদেমঃ বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি পাক দরবার শরীফ, ফরিদপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ