Ads

কুরবানি দাতারা চুল ও নখ কাটবেন না উক্ত হাদীস শরীফের ব্যাখ্যা ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ প্রসিদ্ধ মুফাসসির,হাকিমুল উম্মত,হযরত মুফতী আহমদ ইয়ার খান নাঈমী رحمة الله تعالى عليه এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন: " যে ধনী ব্যক্তি ওয়াজিব হিসেবে অথবা যে গরীব ব্যক্তি নফল হিসেবে সাথে কিছু সাদৃশ্য হয়ে যায়। যেমন- তাঁরা( হাজীগণ) ইহরাম অবস্থায় ক্ষৌর কর্ম করতে পারেন না,যেন কুরবানি দাতার প্রতিটি চুল ও নখের ( জাহান্নাম থেকে মুক্তির) বদলা হয়ে যায়।এ নির্দেশটা মুস্তাহাব,আবশ্যক নয়।( অর্থাৎ ওয়াজিব নয়,মুস্তাহাব। যদি সম্ভব হয় মুস্তাহাবের উপর আমল করা দরকার।যদি কেউ চুল বা নখ কাটে তবে গুণাহ্ হবে না। এরকম করার দ্বারা কুরবানিতে কোনো ক্ষতি হবে না।কুরবানি শুদ্ধ হয়ে যাবে।) এজন্য কুরবানি দাতারা ক্ষৌর কর্ম না করাটাই উত্তম, কিন্তু এটা মানা জরুরি নয়। এর দ্বারা বুঝা গেলো, " ভালো বস্তুর সাদৃশ্যতাও ভালো"। মুফতী আহমদ ইয়ার খান নাঈমী رحمة الله تعالى عليه আরো বলেন: বরং যারা কুরবানি করতে অপারগ তারাও এই দশ দিন অর্থাৎ জিলহজ্জ মাসের প্রথম দশ দিন ক্ষৌর কর্ম করবেন না। কুরবানির ঈদের দিন ঈদের নামাযের পর ক্ষৌর কর্ম করবেন। তাহলে ان شاء الله কুরবানির সাওয়াব পাব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ