الحمد لله رب العالمين 🥰 দাওয়াতে ইসলামী দারুল মাদীনা ইংলিশ মিডিয়াম স্কুলিং সিস্টেমের পর এবার আপনার দাওয়াতে ইসলামী আরো একটি মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান গভর্নমেন্ট এর অনুমোদনে ইসলামাবাদে প্রতিষ্ঠিত করলো– দারুল মাদীনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি #darulmadinainternationaluniversity ❑ ডিপার্টমেন্টসমূহ: ১. ডিপার্টমেন্ট অব এরাবিক ২. ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ ৩. ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট সাইন্স ৪. ডিপার্টমেন্ট অব এডুকেশন এটাই প্রথম ব্রাঞ্চ, এভাবে প্রতিটি শহরে আল্লাহতালা চাইলে প্রতিটি দেশে শরীয়ত সম্মত শিক্ষা প্রতিষ্ঠান দারুল মাদিনা ইউনিভার্সিটি খোলা হবে انشاء الله ১৫ শত শতাব্দীর ইলমি ও রোহানি ব্যক্তিত্ব ক্বিবলা শায়েখে তরিক্বত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী দামাত বারকাতুম আলিয়ার ফয়েজও বরকত এর ইসলামি ভাইদের অপ্রান চেষ্টায় এভাবেই দাওয়াতে ইসলামি সকল বিভাগে দিন ও সুন্নিয়তের খেদমত করে যাচ্ছে 🥰😇 #dawateislami #IlyasQadri #DarulMadinah #DarulMadinaInternationalUniversity হে দাওয়াতে ইসলামী তোমার সারা দুনিয়ায় সুনাম হয়ে যাক 😇
0 মন্তব্যসমূহ