হযরত সৈয়্যদুনা আল্লামা সাফফুরি رحمت الله عليه বলেন, রজবুল মুরাজ্জব হচ্ছে বীজ বপনের মাস,🍁 শাবানুন মুয়াজ্জম মাস হচ্ছে তাতে পানি দেওয়ার মাস💦, আর রমজান মোবারক হচ্ছে ফসল কাটার মাস🍇🍈🍉 আসুন আমরা রজব মাসে বেশি বেশি ইবাদতের বীজ (তাহাজ্জুদ, নফল রোযা, জিকির, দরূদ পাক পাঠ করে) বপন করি, আর তাতে পানি ( অশ্রু দ্বারা) দিয়ে ফসল ফলায়।
0 মন্তব্যসমূহ