Ads

‼️আরশের নিচে 'হিযকীল' নামক এক ফেরেশতা আছে। আল্লাহ্ তা'আলা তাকে ডেকে বললেন : হে ফেরেশতা! তুমি উড়তে থাক। হিযকীল প্রথমে ত্রিশ হাজার বছর, তারপর আরও ত্রিশ হাজার বছর এবং শেষে আরও ত্রিশ হাজার বছর উড়লেন। কিন্তু এতটা উড়েও তিনি আরশের এক প্রান্ত হতে অপর প্রান্তে পৌঁছতে পারলেন না। আল্লাহ্ তা'আলা তাকে বললেন : যদি তুমি শিংগায় ফুঁক দেওয়ার কাল পর্যন্তও উড়তে থাক, তবু আরশের অপর প্রান্তে পৌঁছতে সক্ষম হবে না। তখন সেই ফেরেশতা বললেন : "سبـــحان ربــــي الاعلي" 📗 তাফসির ইবন কাবীর|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ