আমরা কেন *মাহে মিলাদ* এর খুশি উদযাপন করবো? আমরা এই জন্য করবো কারণ এই খুশি উদযাপন স্বয়ং আল্লাহ রহমত পেয়ে খুশি উদযাপন করতে বলেছেন। আল্লাহ পাক সুরা ইউনুস, আয়াতঃ ৫৮ এর মধ্যে ইরশাদ করেনঃ قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ আপনি বলুন, ‘আল্লাহ্রই অনুগ্রহ ও তারই (রহমত) দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। তা তাদের সমস্ত ধন-দৌলত অপেক্ষা শ্রেয়। আল্লাহ এই আয়াতে ফদল (فَضْلِ) আনন্দ উদযাপন করতে বলেছেন। কিসের? (رَحْمَتِهِ) রহমত পেয়ে। এখন যে কোনো রহমত পেয়ে আমরা আনন্দ প্রকাশ করবো তা আল্লাহ পাকের হুকুম। আচ্ছা আল্লাহ পাক যদি কুরআনে পাকে বিশেষ করে কোনো রহমত প্রেরণ এর কথা বলে তাহলে তো সেটার উপর আরো বেশি আনন্দ প্রকাশ করা একজন বান্দা হয়ে তার উপর বড় কর্তব্য। সুরা আম্বিয়া, আয়াতঃ ১০৭ নং আল্লাহ পাক ইরশাদ করেনঃ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ এবং আমি আপনাকে সমগ্র জগতের (رَحْمَةً) রহমতরূপেই প্রেরণ করেছি। আল্লাহ আমার শেষ নবী, রাসূলে আরবী ﷺ কে আমাদের জন্য রহমতরূপেই প্রেরণ করেছেন। আর আমার রাসূল ﷺ উম্মতের জন্য সমস্ত ধন-দৌলত অপেক্ষা শ্রেয়। *এখন যে এই রহমতের আনন্দ প্রকাশ করবে সে আল্লাহ এর প্রকৃত বান্দা। যে বিরুধীতা করবে সে শয়তানের প্রকৃত গোলাম।*
0 মন্তব্যসমূহ