Ads

চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে চামড়া শিল্প রক্ষায় দা'ওয়াতে ইসলামি বাংলাদেশ:- -------------------------------------------------------- চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে চামড়া শিল্প রক্ষায় দা'ওয়াতে ইসলামি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হে আল্লাহ যারা যারা দা'ওয়াতে ইসলামি'র দ্বীনি কাজ পরিচালনার জন্য কোরবানির পশুর চামড়া দিয়েছে, আক্রান্ত পরিশ্রম করে সংগ্ৰহ করেছেন, সংরক্ষণ করছে সকল কে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় উভয় জাহানে সফলতা দান কর এবং বার বার হজ্বে বাইতুল্লাহ জিয়ারতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ