অতঃপর যেই হজ্জ্ব এবং উমরাহ শুধু এবং শুধুই আল্লাহর জন্য হওয়ার কথা ছিলো, তাতে মিশে গেলো খানিক 'ইচ্ছেপূরণের উদযাপন', আর 'আনন্দ ভাগ করে নেয়ার ব্যগ্রতা' - এরপর তা আর শুধুই আল্লাহর জন্য রইলো না।
আল্লাহর ঘরে গিয়ে যদি আল্লাহর তরে হৃদয় না সঁপে, মাথা নত হয়ে শরীর না কাঁপে - তবে দুনিয়ার বুকে আর কোথায় জীবনের হাকীকত বুঝে আসবে? আর কোথায়??
আল্লাহ হজ্জ্বে মাবরূর নসীব করুন।
0 মন্তব্যসমূহ