Ads

হাসান রেযা

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনার নাম হচ্ছে হাসান রেযা আত্তারী যাকে বেশির ভাগ সময় আমীরে আহলে সুন্নাত মাওলানা ইলইয়াস আত্তার ক্বাদেরী دَامَت بَرَکاتُہُمُ الْعَالِیَہ এর সংপর্ষে দেখা যায়। আমীরে আহলে সুন্নাত মাওলানা ইলইয়াস আত্তার ক্বাদেরী دَامَت بَرَکاتُہُمُ الْعَالِیَہ বলেছেন, হাসান রেযার বয়স যখন ৫ বছর, তিনি রমজানের একটি বা দুটি ছাড়া বাকি সব রোজা রেখেছেন। আর যখন তার ৬ বছর বয়স তিনি সম্পূর্ণ রোজা রেখেছেন, এই বছর রজব মাসের ১৩টি ও শা’বানের ২১টি রোজা রাখেন, আমি ৭ বছর বয়সের পর থেকে আমার সামনে কোনো নামাজ কাযা করেননি। (মাদানী মুযাকারা, ৬ রমজান ১৪৪৪)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ