Ads

জ্বিন ও যাদু থেকে রক্ষার জন্যঃ

প্রিয় ইসলামী ভাইয়েরা! এ ঘটনা থেকে কাফির জ্বিনদের বিভিন্ন খবর প্রকাশ পেল অর্থাৎ তারা লাওবিয়াও খায় এবং যেসব খাবার খাওয়ার সময় بِسمِ اللّٰه পাঠ করা হয় না তাও ব্যবহার করে থাকে। এছাড়া পানাহারের বস্তু থাকা সত্ত্বেও যেসব বাসন (পাত্র) খােলা রাখা হয় তা থেকেও খেয়ে নেয়। এছাড়া এটাও জানা গেল, জ্বিনেরা মানুষকে অপহরণও করে নেয় আর এটা খুবই দুঃচিন্তার বিষয় যে, এদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য পার্থিব কোন অস্ত্র এমনকি মানব বাহিনীও ফলপ্রসু নয়। এর জন্য “মাদানী হাতিয়ার” প্রয়ােজন। দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান “মাকতাবাতুল মদীনার” এর পক্ষ থেকে মুদ্রিত ১৬ পৃষ্ঠার পকেট সাইজ রিসালা ৪০ রূহানী ইলাজ হতে চারটি মাদানী হাতিয়ার উপস্থাপন করছি। রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে, যে দুনিয়ায় আমার উপর বেশী পরিমাণে দরূদ শরীফ পড়েছে।” (তিরমিযী ও কানযুল উম্মাল) (১) يَامُحيِى يَامُهَيمِنُ ২৯ বার: (দিনের যে কোন সময়) প্রতিদিন পাঠকারী انشاء اللّٰه عزّ وجل প্রত্যেক বালা-মুসিবত থেকে নিরাপদ থাকবে। (২) يَاوَکِيلُ ৭ বার: যে প্রতিদিন আসরের সময় পাঠ করে নেবে انشاء اللّٰه عزّ وجل প্রত্যেক বিপদাপদ থেকে রক্ষা পাবে। (৩) يَامُحيِى يَامُمِيتُ ৭ বার: প্রতিদিন পাঠ করে যে নিজের শরীরের উপর ফুঁক মেরে নেবে انشاء اللّٰه عزّ وجل তার উপর যাদু প্রভাব ফেলতে পারবে না। (৪) يَا قَادِرُ : যে ব্যক্তি ওযু করার সময় প্রতিটি অঙ্গ ধােয়ার সময় পাঠ করার অভ্যাস করে নেবে انشاء اللّٰه عزّ وجل শত্রু (জিন ও মানব) তাকে অপহরণ করতে পারবে না। (ওযুতে প্রতিটি অঙ্গ ধােয়ার সময় দরূদ শরীফও পাঠ করুন। কারণ এটা মুস্তাহাব আর يَا قَادِرُ ও পাঠ করতে থাকুন) প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের অনুমতিক্রমে (এসব থেকে) নিরাপদ থাকার ওয়াযীফাও পাঠ করতে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ