Ads

দাওয়াতে_ইসলামীর পরিচিতি

আজ কথা বলবো আপনার আমার আমাদের সকলের *দাওয়াতে ইসলামীর* ব্যপারে- কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন যার নাম দাওয়াতে ইসলামী । দাওয়াতে ইসলামী ১৯৮১ সালে একজন মহান ব্যক্তিত্ব চেষ্টার মাধ্যমে সামনে এসেছে যার পরে পুরো দুনিয়া দেখছে আল্লাহর শুকরিয়া সুন্নাতের যে কাজ এবং যে দ্বীনের খিদমত সারা দুনিয়ায় হচ্ছে তা সারা দুনিয়ায় দেখা মিলছে। উদ্দেশ্য একটাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ♻ দাওয়াতে ইসলামীতে যাকাত, ফিতরা,নফল সদকা,ওয়াজিব সদকা টাকা দান কেন দিবেন? ♦ দাওয়াতে ইসলামী *১৫০টির* বেশি দেশে *বিভিন্ন বিভাগে* কাজ করে যাচ্ছে। ✅ প্রথমে আলোচনা করছি দাওয়াতে ইসলামীর একটি চমৎকার শাখা *জামিয়াতুল মদীনার সম্পর্কেঃ* দাওয়াতে ইসলামী এমন একটি শাখা তৈরি যেখানে *ওলামা* বানানো হয়।। দাওয়াতে ইসলামীর *দেশ ও বিদেশে জামিয়াতুল মদীনার ১৩১৯টি শাখা* আছে এবং এখানে *১ লক্ষ সাত হাজারেরো* অধিক ইসলামী ভাই ও ইসলামী বোন অর্থাৎ ছেলে মেয়ে ছাত্র ছাত্রী অধ্যয়নরত আছে এবং এই পর্যন্ত *২০ হাজার ছাত্র ছাত্রী দরসে নিজামি কমপ্লিট* করে নিয়েছে অর্থাৎ হাজার হাজার ওলামাকে দাওয়াতে ইসলামী উম্মতের জন্য প্রদান করেছে । বাংলাদেশ,ভারত,লন্ডন,আমেরিকা, নেপাল, সাউথ আফ্রিকা,শ্রিলংকা, কেনিয়া, স্পেন, মোজাম্বিক, মরক্কো, কানাডা, মালদ্বীপ, হংকং, মালাবি, ইতালি, উগান্ডা, তানযানিয়া ইত্যাদি যেখানে ইংলিশ ভাষা বলা হয় ইংলিশে দরসে নিজামি করা হচ্ছে ,যেখানে বাংলা ভাষা চলমান রয়েছে সেখানে বাংলা ভাষায় দরসে নিজামি করানো হচ্ছে,যেখানে আফ্রিকান ভাষা রয়েছে সেখানে আফ্রিকান ভাষায় দরসে নিজামি করানো হচ্ছে।
✅ *মাদ্রাসাতুল মদীনার শাখাঃ* কোরআনে পাককে ঘরে ঘরে পোঁছানোর যে সিস্টেম দাওয়াতে ইসলামী তৈরি করেছে সেটার উদাহরণ তা নিজেই কেননা বর্তমান উম্মতের যে অবস্থা তার একটি বড় কারন হচ্ছে কুরআনে পাক থেকে দূরে থাকা। এই মুহূর্তে দাওয়াতে ইসলামী *৬ হাজার ৪শত ৭৮ টি (৬৪৭৮)* মাদ্রাসা বিদ্যমান রয়েছে।এতে এই মুহুতে প্রায় *২লক্ষ ৮৮_ হাজার ছাত্র ছাত্রী বিনামূল্যে* কোরআনে পাকের শিক্ষা নিচ্ছে। এতে ছাত্রও রয়েছে ছাত্রীও রয়েছে। এতে *এক লক্ষ এক হাজার কাছাকাছি* কুরআনের হাফিজ ও রয়েছে এবং *৩ লক্ষ ৩৮ হাজারের চেয়ে বেশি নাজেরা সম্পুর্ন* করেছে অর্থাৎ *৪ লক্ষ ৪০ হাজার হিফয ও নাজেরা কোরআনে পাক সম্পূর্ণ করেছে।* বাংলাদেশ ছাড়া ভারত, লন্ডন, আমেরিকা, নেপাল, সাউথ আফ্রিকা, শ্রিলংকা, ওমান, মালাভহি,কেনিয়া,স্পেন,কানাডা,হংকং, মালাবি, ইতালি, উগান্ডা, তানযানিয়া ইত্যাদি পৃথিবীর এতোগুলো রাষ্ট্রে দাওয়াতে ইসলামী কোরআনে পাকের নূরকে প্রচার করার জন্য নিজেই কাজ করে যাচ্ছে। ✅ *ফয়জান অনলাইন একাডেমিঃ* পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুন আপনি আপনার পছন্দনীয় সময় করে অনলাইনের মাধ্যমে কোরআনে পাক পড়তে পারবেন দরসে নিজামি করতে পারবেন এবং অনেক গুলা কোর্স করতে পারবেন। *৩০টি অধিক কোর্স* দাওয়াতে ইসলামীর এই বিভাগ ফয়জান অনলাইন *একাডেমি ২১০০০ ছাত্র ছাত্রী সংখ্যায়* প্রতিদিন অনলাইনের মাধ্যমে কিছু না কিছুই শিখে যাচ্ছে এবং *৭৯টি দেশ থেকে অনলাইন হয় আর আমাদের কারি সাহিবান ইসলামী ভাই ও ইসলামী বোনেরা তাদের ইলমে দ্বীন শিখাছেন।* ✅ *মসজিদ ও মাদ্রাসা নির্মাণের চমৎকার ডিপার্টমেন্ট মসজিদে খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিসঃ* এই সময় দাওয়াতে ইসলামী বছরে প্রায় *(৬০০)টির কাছাকাছি মসজিদ নির্মান করছে।* কোথাও জায়গা ক্রয় করছে, কোথাও নির্মাণ করছে এবং আমরা শুনতে পাই সেই মসজিদের উদ্বোধন হয়েছে। ✅ *দারুল মদীনা ইংলিশ মিডিয়াম ইসলামীক স্কুল সিস্টেম এবং ফয়জান ইসলামীক স্কুল সিস্টেম)* যেখানে দেশ বিদেশে *১৪২টি* কেম্পাস আছে,যা পাকিস্থানে *৯৮ টি এবং অন্যান্য দেশে ৪৪ টি* এবং এখানে *৩৪ হাজারের বেশি ছাত্র ছাত্রী দ্বীনী শিক্ষা* এবং দুনিয়াবি শিক্ষা নিচ্ছে। দারুল মাদীনা কলেজ কাজ শুরু হয়ে গেছে এবং আল্লাহ্ চাইলে দারুল মাদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় শুরু হয়ে যাবে। ✅ দাওয়াতে ইসলামীর নিজের চ্যানেল বানিয়েছে মাদানী চ্যানেল *৩টি ভাষায় রয়েছে -* 🖥 মাদানী চ্যানেল উর্দু 🖥 মাদানী চ্যানেল ইংলিশ, 🖥 মাদানী চ্যানেল বাংলা। এছাড়া YouTube এ আরবি মাদানী চ্যানেল। তাছাড়া বাচ্ছাদের জন্য *Kids Madani Channel* চলমান আছে। ✅ *FGRF - Faizane Global Relief Foundation* ডিপার্টমেন্টঃ যখন Covid আসলো সে সময় এক কোটিরও অধিক মানুষের উপর আল্লাহর রহমতে রান্না করা খাবার এবং রেশন পোঁছানো হয়েছে এবং নগদ টাকা পোঁছানো হয়েছে। কেবল আমাদের দেশেই নয় ভারত, লন্ডন, নেপাল, সাউথ আফ্রিকা, কেনিয়া পাকিস্থান যে লোকেরা লকডাউনের সময় ঘরে বন্ধি ছিলেন তাদের নিকত পযন্ত রেশন এবং খাবার ইত্যাদি পোঁছানো হয়েছে। এছাড়া থেলেসিমিয়া বাচ্ছাদের রোগীদের ৫৫ হাজার বেগ রক্ত দিয়ে সাহায্য করা হয়েছে। এছারা *এতিমখানা মাদানী হোম নির্মাণ* হয়েছে , একটি মাদানী *হেল্থ কেয়ার সেন্টাল* নির্মাণ হয়েছে। ✅ *FCRF পক্ষ থেকে গাছ লাগান পরিবেশ বাচান এই লক্ষে*, প্রতি বছর ফেব্রুয়ারী ও সেপ্টেম্বর মাসে বৃক্ষ রোপণ করা হয়।এই পর্যন্ত আমরা *২৬লক্ষ* চারা গাছ লাগিয়েছি এবং আল্লাহ্ যদি চায় এই কাজ আমরা চালু রাখবো। ✅ দাওয়াতে ইসলামীর মধ্যে *৫২ হাজার কর্মচারী* কাজ করছে যাদের পরিবারকে দাওয়াতে ইসলামী বেতন দিয়ে চালাছে। *অনুরোধ হলো দূর থেকে দাওয়াতে ইসলামী কে দেখবেন না,আপনিও দাওয়াতে ইসলামীর পার্টনার হয়ে যান।* ✅এই সবকিছু পরিচালিত করতে প্রয়োজন হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা । ✅বিভিন্ন দেশের ইসলামী ভাই ও বোনদের যাকাত, ফিতরা, দান, অনুদান, নফল সদকা, সাদকায়ে ওয়াজিবা ইত্যাদি টাকার সাহায্যের কারনে আজ দাওয়াতে ইসলামী এতদূর এগিয়ে এসেছে । জ্বি চাইলে আমি আপনি ও এই নেক কাজের খেদমতে অন্তর্ভূক্ত হতে পারি । 👉👉প্রিয় ইসলামী বোনেরা দাওয়াতে ইসলামীর খেদমতে দান করুন। আপনি নিজ দ্বায়িত্বে সাওয়াবের নিয়্যতে দাওয়াতে ইসলামীর খেদমতে *দান সদকা যাকাত, ফিতরা দিয়ে দিন ও দুনিয়ায় খুব নেকি হাসিল করুক।* 🌹Dua e Attar: আমাদের শাইখ আমির আহলে সুন্নত মওলানা ইলিয়াস আত্তার কাদেরী তাদের জন্য দুয়া করেছেন যারা আমাদের এই নেক কাজের জন্য সহযোগীতা করবে, দুয়াটি হচ্ছে ---- ✅ Jo Madani Atiyat Ke liye Jiyada Se Jiyada Dor Bhag Kare Ya Allah

Use Us Waqt Tak Mout Na Dena Jab Tak Wo Madina Na Dekhle...Ameen *আমির আহলে সুন্নত মওলানা ইলিয়াস আত্তার কাদেরীর পক্ষ থেকে দুয়া যে মাদানী আতিয়াতের টাকা সংগ্রহ করার জন্য বেশি বেশি চেষ্টা করবে ইয়া আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু নসিব করিয়ো না যতক্ষণ না সে মদিনা দেখে নিবে। আমিন। আসুন আল্লাহর এই কামিল ওলির দোয়ায় আমরাও নিজেকে শামিল করে নিই এবং আমরা এটার উপর আমল করি ও ভরপুর আতিয়াতের টাকা জমা করাই। ইয়া আল্লাহ আমাদেরকে নেক কাজে সহযোগীতা করার তোফিক দান করো,আমাদের জন্য সব কিছু আসানি করে দাও, আমাদের সকল নেক দুয়া কবুল করো, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো, ইসলামের খিদমত ও নবীর সুন্নাতের উপর আমল করার তোফিক দান করো আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ