আবার এলো রমযান, আবার এলো রমযান,
আবার এলো রমযান, আবার এলো রমযান।
মারহাবা শত মারহাবা আবার ফিরে এলো রমযান,
উঠল জেগে ঘুমন্ত ভাগ্য হলো তাজা ঈমান।
ইয়া খোদা মোরা গুনাহগার তার উপর তোমার দয়া,
জীবনে আবার আমাদের দিলে তুমি রমযান।
এলো রমযান ইবাদতের তরে কোমর বেঁধে নাও, লুটে নাও বরকত তুমি শুধু ত্রিশ দিনের মেহমান।
গুনাহগারদের নাজাতের বার্তা নিয়ে এলো রমযান, আনন্দিত হও গুনাহগার ক্ষমারই মাস রমযান।
ভাই ও বোনেরা সকলে কর নেকী বেশুমার,
পড়েছে দোযখে তালা হলো বন্দি শয়তান।
পাপী তাপী সবাই তওবা গুনাহ হতে করে নাও, জান্নাতের দরজা খুলেছে, হয়েছে প্রবেশ আছান।
কমে গেল গুনার মাত্রা আর মসজিদ হলো আবাদ,
মাহে রমযানুল মোবারকের সকল ফয়যান।
দোজাহানের নিয়ামতে ধন্য হোন রোযাদারগণ যে রাখে না রোযা সে সকল বোকাদেরই প্রধান।
ইয়া ইলাহী রমযানে আমায় মদীনা ডেকে নাও, আত্তারের এই হৃদয়ে বহু দিনেরই আরমান।
(বাহারে মদীনা প্রথম পর্ব)
0 মন্তব্যসমূহ