আমরা সুফীরা বিশ্বাস করি যারা মুস্তাফার প্রেমে নিজেকে ফানা করতে পেরেছে তারা নয় শুধু তাদের কাফনকেও মাটি ভক্ষণ করতে পারবে না।
এর প্রমাণও অহরহ পেয়েছি আমরা। দুইজন সাহাবী থেকে শুরু করে অগণিত আউলিয়্যে কেরাম এবং সাধারণ মানুষও কবরে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। যাদের হিস্ট্রিতে একটা জিনিসই ফুটে উঠে জীবদ্দশায় মুস্তাফাতে ফানা ছিলেন কোন না কোন ভাবে।
তেমনি আরেকটি ঘটনা প্রকাশ হলো কয়েকদিন আগে। প্রায় ৩০০ বছর পূর্বের কাদেরিয়া তারিকার বুজুর্গ ভারতের উত্তর কর্ণাটক হুবলি শহরের শায়খ সৈয়দ মাহমুদ শাহ কাদেরি রহ.। ৩০০ বছর ধরে প্রতিষ্ঠিত দরগাহতে রাষ্ট্রীয় ভাবে রাস্তা সুপ্রশস্ত করার ফরমানে ভাঙ্গা পড়ে হযরতের পুরো দরগাহ।
প্রদেশের আলেম উলামাদের সাথে বৈঠকের পর হযরতের লাশ মুবারক স্থানান্তর করার সিদ্ধান্ত হলো। আর ঘটনা দাঁড়ায় কবর খুঁড়ে দেখা গেল ৩০০ বছর পূর্বের শায়খ মাহমুদ কাদেরির চুল পর্যন্ত অক্ষত। আল্লাহু আকবর!
পূর্বের মাজার থেকে সামান্য দূরেই হযরতকে পূনরায় দাফন করা হয়। 💙
তাই বার বার বলি মুস্তাফাতে ফানা হয়ে যান। আপনিও এইরকম অক্ষত থাকবেন তা নয় আপনার কাফনের কাপড়ও অক্ষত থাকবে। 💙 তাঁর ছবি 💞
0 মন্তব্যসমূহ